ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পহেলা বৈশাখ থেকে জাতীয় অর্থ বছর চালুর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

ঢাকা: স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে পহেলা বৈশাখ থেকে জাতীয় অর্থ বছর চালুর দাবি জানিয়েছে যুবধারা।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনকালে এ দাবি জানানো হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, যে জাতি নিজের মায়ের ভাষার জন্য জীবন দেয়, সে জাতির নিজস্ব সংস্কৃতির আলোকে শাসন ব্যবস্থা না থাকাটা  একটি অপমানজনক ব্যাপার ।

বক্তারা‘অর্থনৈতিক কাজে ও বাঙালি সংস্কৃতিকে আরও বেশী  অর্থবহ ও জীবনঘনিষ্ট করে তুলতে অনতিবিলম্বে পহেলা বৈশাখ থেকে জাতীয় অর্থ বছর চালুর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মহীউদ্দিন চৌধুরী বিপ্লব, সিনিয়র সহ সভাপতি এস এম শহীদুল হক তাজুল, সাংগঠনিক সম্পাদক  সোলাইমান প্রমুখ।

বাংলাদেশ সময় ১৬১৭ ঘন্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ