ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

মাদারীপুর: মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত ধর্ষণ মামলায় অভিযুক্ত নাজমুল নপ্তী (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদ- ও ২ লাখ টাকা জরিমানা করেছেন।

বুধবার দুপুরে বিজ্ঞ বিচারক আতাউর রহমান এ রায় দেন।



ধর্ষক নাজমুল মাদারীপুর সদর উপজেলার খাদনসী গ্রামের আবদুর সাত্তার নপ্তীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ৭ জুলাই রাতে রাজৈর উপজেলার আমগ্রামের শাফিয়া শরীফের মাহফিলে আসা একই উপজেলার সুতারকান্দি গ্রামের নূর বেপারীর অষ্টাদশী কন্যা রানী আক্তারকে নাজমুল নপ্তী মাহফিল থেকে ফুসলিয়ে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

মাদারীপুর আদালতের পিপি অ্যাড সুজিত চ্যাটার্জী বাংলানিউজকে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের হয়। পুলিশ ধর্ষক নাজমুলকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর আদালতের বিজ্ঞ বিচারক বুধবার এ দদেশ প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।