ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদালত ভাংচুর : সেই আইনজীবী দুটি মামলায় জামিন

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

ঢাকা: ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা দুটি মামলাতেই জামিন পেয়েছেন আইনজীবী নুরুল ইসলাম।

বুধবার মহানগর হাকিম রেজাউল ইসলাম ও শাহাদাত হোসেন জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ জামিন দেন।


জামিন হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ঢাকা বারের সহ-সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন দোলন।
গত ১০ এপ্রিল তুচ্ছ মামলায় ম্যাজিস্ট্রেট এমএ সালাম এক আইনজীবীকে জামিন না দিয়ে কারাগারে পাঠালে একদল আইনজীবী এজলাস কক্ষ ভাংচুর ও নথিপত্র ছুঁড়ে মারেন।

ওইদিনই সংশ্লিষ্ট আদালতের পেশকার নাজমা বেগম ও জিআরও খলিলুর রহমান সংশ্লিষ্ট আইনজীবীদের বিরুদ্ধে ঢাকার কোতয়ালী থানায় দুটি মামলা দায়ের করেন।

আসামিপক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট শেখ হেমায়েত হোসেন।

বাংলাদেশ সময় : ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।