ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশে বাকি ইউপি নির্বাচন মে মাসে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
দেশে বাকি ইউপি নির্বাচন মে মাসে

ঢাকা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ১৯ এপ্রিল আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর দেশের বাকি ৪ হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর মে মাসে এসব ইউপি নির্বাচন শুরু হবে।



বুধবার শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার সাখাওয়াত জানান, ইউনিয়নগুলোর নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি উপকূলীয় ১২ জেলার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময় : ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।