ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা শিক্ষাবোর্ডের কর্মচারী ও আলীয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
ঢাকা শিক্ষাবোর্ডের কর্মচারী ও আলীয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে সংঘর্ষ

ঢাকা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা শিক্ষাবোর্ডের কর্মচারী ও আলীয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংষর্ঘে উভয়পক্ষের ৫/৬ জন সামান্য আহত হয়েছেন।



বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চকবাজার থানাধীন বকশীবাজারস্থ ঢাকা শিক্ষাবোর্ডের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে চকবাজার থানার উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক বাংলানিউজকে জানান, শিক্ষাবোর্ডের গাড়ির ধাক্কায় পানি বহনকারী একটি ভ্যান ভেঙে যায়। শিক্ষাবোর্ড কর্মচারীরা ৩ হাজার টাকার বিনিময়ে ভ্যানচালকের সঙ্গে এ বিষয়টি সমাধা করে দেয়। কিন্তু আলীয়া মাদ্রাসার কয়েকজন ছাত্র ভ্যান ভাঙার জন্য শিক্ষবোর্ড কর্মচারীদের কাছে ৭ হাজার টাকা দাবি করলে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে আলীয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষাবোর্ডের কর্মচারীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

মাদ্রাসা ছাত্ররা দাবি করেছেন- ইটের আঘাতে তাদের ৫/৬ জন ছাত্র আহত হয়েছেন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
    
বাংলাদেশ সময় : ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad