ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ফের বার্ড ফ্লু ১৭ হাজার মুরগি নিধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

গাজীপুর: বার্ড ফ্লু’র কারণে গাজীপুরে বুধবার একটি মুরগির খামারের ১৭ সহস্রাধিক মুরগি নিধন ও ৪ সহস্রাধিক  ডিম ধ্বংস করা হয়েছে।

শ্রীপুরের গজারিয়ার মেসার্স ফেরদৌস পোল্ট্রি ফার্মে মঙ্গলবার  বার্ড ফ্লু’র অস্তিত্ব পাওয়া যায়।

 

বুধবার ভোর থেকে ওই খামারের মুরগি নিধন  শুরু হয়।  

এরআগে ২২ মার্চ একই রোগে আক্রান্ত শ্রীপুরের বরমী এলাকার হুমায়রা পোল্ট্রি ফার্মের সাড়ে ২৮ হাজার মুরগি নিধন ও ৪৮ সহ¯্রাধিক ডিম ধ্বংস করা হয়েছিল।

শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা একেএম আতাউর রহমান জানান, মঙ্গলবার সকালে মেসার্স ফেরদৌস পোল্ট্রি ফার্মের আক্রান্ত মুরগির স্যাম্পল গাজীপুর জেলা প্রাণী সম্পদ গবেষণাগারে টেস্ট করা হয়।

প্রাথমিকভাবে  বার্ড ফ্লু’র অস্তিত্ব পাওয়া গেলে তা ওই দিন ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়।

সেখানেও  বার্ড ফ্লু’ জীবানু নিশ্চিতভাবে ধরা পড়ে।

মঙ্গলবার রাত ১০টার দিকে প্রাণীসম্পদ অধিদপ্তর থেকে জেলা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ কার্যালয়ে ওই খামারের মুরগি ও ডিম ধ্বংসের সরকারি আদেশের ফ্যাক্স বার্তা আসে।

বুধবার ভোরে নিধন কার্যক্রম শুরু হয়।  

এসময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ নাগসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাণীসম্পদ কর্মকর্তা একেএম আতাউর রহমান জানান, শ্রীপুর ছাড়াও এ বছর গাজীপুর সদর উপজেলার ৪টি মুরগির খামারের ১৫ হাজার ৯৭০টি মুরগি ও ১৩ সহস্রাধিক ডিম এবং কাপাসিয়া উপজেলার নাজমুল পোল্ট্রি ফার্মের ২৫ হাজার মুরগি নিধন করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৪০৭ ঘন্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad