ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দশ ট্রাক অস্ত্র মামলা

আদালতে জবানবন্দি দিলেন ডিজিএফআই’র সাবেক ডিজি রুমি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
আদালতে জবানবন্দি দিলেন ডিজিএফআই’র সাবেক ডিজি রুমি

চট্টগ্রাম: চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদিক হাসান রুমি।

বুধবার বিকেল ৩টা ১০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুনতাসীর আহমেদের আদালতে জবানবন্দি দেন সেনাবাহিনীর সাবেক এ শীর্ষ কমকর্তা।



চট্টগ্রাম আদালতে দায়িত্ব পালনকারী নগর পুলিশের সহকারী কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বাংলানিউজকে বলেন, ‘সাক্ষী হিসেবে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। প্রায় এক ঘণ্টা ২০ মিনিট ধরে আদালত তার নয় পৃষ্ঠার জবানবন্দী রেকর্ড করেছেন। ’

জবানবন্দি শেষে বেরিয়ে আসার পথে সাদিক হাসান রুমি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘আমি এ মামলার আসামি নই। আমি সাক্ষী হিসেবে আদালতের সামনে জবানবন্দি দিয়েছি। ’

এর আগে দুপুর ১২টায় মামলার তদন্তকারী সংস্থা সিআইডির কয়েকজন কর্মকর্তার সঙ্গে নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তীর কার্যালয়ে যান রুমি।

গত রোববার ঢাকায় সিআইডি সদর দপ্তরে সাদিক হাসান রুমিকে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদিক হাসান রুমি দশ ট্রাক অস্ত্র আটকের সময় ডিজিএফআই’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০০৪ সালের ১ এপ্রিল রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে খালাসের সময় দশ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ।

এ নিয়ে অস্ত্র আটক ও চোরাচালান আইনে দায়ের হওয়া দুটি মামলায় পুলিশ এর আগে চার্জশীট দাখিল করলেও বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন।
অধিকতর তদন্ত শুরুর পর থেকে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি এ পর্যন্ত গোয়েন্দা সংস্থা সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের সাবেক দুই মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার শাহাবুদ্দিন, উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, ফিল্ড অফিসার আকবর হোসেন, সিইউএফএল’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) একেএম এনামুল হককে গ্রেপ্তার করেন।

এদের মধ্যে কয়েকজন এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad