ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৮ বাউলের চুল-গোঁফ কর্তন

ঘটনাস্থলে যাবেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে জোরপূর্বক ২৮ বাউলের চুল ও গোঁফ কাটার ঘটনা অনুসন্ধানে স্থানীয় প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে যাবেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী বাংলানিউজকে বলেন, ‘বাউলদের চুল কাটার খবর গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বিষয়টি সারাদেশেই ব্যাপকভাবে আলোচিত হয়।

বিভিন্ন সংগঠন এ ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভ, স্বারকলিপি প্রদানসহ নানান কর্মসূচি পালন করেছে। ’

তিনি জানান, ১২ এপ্রিল জাতীয় সংসদের সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিষয়টি আলোচিত হয়। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ নিজে রাজবাড়ীর জেলা প্রশাসককে এ ঘটনায় জরিতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন।

কাজী কেরামত আলী বলেন, ‘ঘটনাস্থল আমার নিজের জেলায়। স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে আগামী দুই একদিনের মধ্যেই আমি ঘটনাস্থল পরিদর্শনে যাব। ’

তিনি আরও বলেন, ‘দোষীদের কোনও ছাড় নেই এবং তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।