ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে গাড়িচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর জামালখান এলাকায় গাড়িচোর সন্দেহে তিনজনকে ধরে গণপিটুনি দিয়ে তাদের বহনকারী সিএনজিচালিত একটি ট্যাক্সি ভাঙচুর করেছে জনতা।

আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গণপিটুনির শিকার গাড়ি চোররা হলেন জামাল (৩৫), আব্দুস শুক্কুর (৩০) ও রহিম (২৮)। এদের একজন ট্যাক্সিচালক বলে জানায় পুলিশ।

ঘটনার প্রত্যদর্শী রিকশাচালক মো. নাসির বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, জামালখান লিচুবাগানের সামনে এক রিকশাযাত্রী রিকশা থামিয়ে চালককে একটি পত্রিকা কিনে আনতে পাঠান। রিকশাচালক পত্রিকা আনতে গেলে যাত্রী রিকশা থেকে নেমে যান। এ সময় পেছন থেকে সিএনজিচালিত ট্যাক্সিযোগে আসা তিন ব্যক্তির একজন রিকশাটি নিজেই চালিয়ে পালিয়ে যেতে চাইলে চালক দেখে চিৎকার দেন। চিৎকার শুনে স্থানীয় জনতা জড়ো হয়ে তিনজনকে ধরে গণপিটুনি দেয় এবং সেটা দেখে ওই রিকশাযাত্রীও পালিয়ে যান। ’

কোতয়ালি থানার এস আই রুহুল আমিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘গণপিটুনির শিকার তিনজন গাড়িচোর চক্রের সদস্য হতে পারেন। এ ঘটনায় রিকশাচালককে বাদি করে মামলা দায়ের করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।