ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুয়াকাটার খাস জমি রক্ষায় সরকারের কঠোর নির্দেশনা

কলাপাড়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

কলাপড়া (পটুয়াখালী): কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ভূমি মন্ত্রনালয়ের নির্দেশনায় কুয়াকাটার চারটি মৌজা লতাচাপলী, গঙ্গামতি, চরচাপলী ও কাউয়ারচর এলাকার সরকারি খাস জমি চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে করে দেওয়া হয়েছে।

স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি সচিব মোখলেছুর রহমান সম্প্রতি পটুয়াখালীর জেলা প্রশাসক ইউসুফকে কৃষি খাস জমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত প্রক্রিয়া বন্ধের নির্দেশনা সংবলিত একটি চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে একই সঙ্গে সরকারি প্রয়োজন ছাড়া কোনও ব্যক্তি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে অকৃষি খাস জমি বন্দোবস্তের প্রস্তাবনা না দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি কুয়াকাটার জমির দাম বেড়ে যাওয়ায় জালিয়াতচক্র নানা কায়দায় সরকারি খাস জমি ছাড়াও সাগর তীর পর্যন্ত নয়া জেগে ওঠা বালুচর দখল শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad