ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিমানবন্দরে সাড়ে তিন কেজি স্বর্ণসহ চোরাকারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে তিন কেজি স্বর্ণসহ গোলাম রব্বানী নামের এক চোরাকারবারিকে আটক করেছে কাস্টমস কর্তপক্ষ।

মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে এসকিউ ৪৪৬ নম্বর ফ্লাইটে সে এ সোনা নিয়ে আসে।



আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (বিমান বন্দর) মেরিনা আক্তার বাংলানিউজকে জানান, আটক গোলাম রব্বানী পেশাদার চোরাকারবারী।

এরআগেও সে বিভিন্ন দেশে থেকে সোনা নিয়ে এসেছে বলে জানা গেছে।

তিনি জানান, এসকিউ ৪৪৬ নম্বর ফ্লাইটের যাত্রীদের লাগেজ তল্লাশীর সময় তার লাগেজ থেকে অবৈধভাবে আনা এ সোনা উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ।

উদ্ধারকৃত স্বর্ণের দাম প্রায় ৬৩ লাখ টাকা বলে তিনি জানিয়েছেন।  

এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
     
বাংলাদেশ সময় ১২২১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।