ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

এবার অজ্ঞান পার্টির খপ্পরে র‌্যাব কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
এবার অজ্ঞান পার্টির খপ্পরে র‌্যাব কর্মকর্তা

ঢাকা : রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুঁইয়েছেন এক র‌্যাব কর্মকর্তা।

র‌্যাব ৭ চট্টগ্রামে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম (৪২) এ ঘটনার শিকার হয়েছেন।



বুধবার সকালে গাবতলী বাস স্ট্যান্ড থেকে র‌্যাব ৪ এর একটি টহল দল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে ।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা র‌্যাব ৪ এর বরাত দিয়ে বাংলানিউজকে জানান, আবুল কাশেমের একটি মামলায় সাক্ষী দেওয়ার জন্য চুয়াডাঙ্গা যাওয়ার কথা ছিল।
এজন্য তিনি চট্টগ্রাম থেকে একটি নৈশকোচ যোগে বুধবার ভোরে গাবতলী বাস স্ট্যান্ডে নামেন।

এর পরপরই তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন।

র‌্যাব ৪ এর একটি টহল দল তাকে উদ্ধার করে তার পকেটে পরিচয়পত্র দেখে দ্রুত আবুল কাশেমকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

এখনও তার বাকশক্তি ফেরেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

বাংলাদেশ সময় : ১২০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।