ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৮

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার তৈলটুপি ও হলিধানী এলাকায় বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন হরিনাকুণ্ডু উপজেলার মোকিমপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে রিফাত রহমান (৭) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের আলালত হোসেনের ছেলে মিল্টন (২১)।



আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের তৈলটুপি নামক স্থানে নছিমন উল্টে গেলে প্রথম শ্রেনীর ছাত্র রিফাত রহমান ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় নছিমন চালক আবু বক্কর ও নিহতের পিতা রেজাউল আহত হন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শী হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান মসলেম উদ্দীন জানান, ভোর ৫টার সময় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গলাকাটা মোড় এলাকায় বরফ বোঝাই একটি নছিমন নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে গেলে নছিমন চালক মিল্টন ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় আহত হন ৬ নছিমন যাত্রী। আহতদের হলিধানী বাজারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মুন্সি আনিছুর রহমান খবরটি নিশ্চত করে জানান সাগান্না বাজার থেকে বরফ কিনে হরিনাকুণ্ডু যাবার পথে এই দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।