ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এইচএসসি পরীক্ষা

গাজীপুরে উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীর পলায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

গাজীপুর: গাজীপুরের ভাওয়াল জামালপুর কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মঙ্গলবার ইংরেজী দ্বিতীয় পত্রের উত্তরপত্র নিয়ে এক পরীক্ষার্থী হল থেকে পালিয়ে গেছে। পরে রাতে খাতা উদ্ধার ও পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।



ওই পরীক্ষার্থীর নাম মো. ফাইজুল্যাহ। সে কালীগঞ্জ শ্রমিক কলেজের পরীক্ষার্থী ও বক্তারপুর গ্রামের আ. লতিফের ছেলে।

পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকরা রাতে পরীক্ষার্থীর বাড়ি থেকে তা উদ্ধার করেন। এ ঘটনায় থানায় জিডি ও পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

ভাওয়াল জামালপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, কালীগঞ্জ-২ নং কেন্দ্রের (ভাওয়াল জামালপুর কলেজ) ১১ নং কক্ষে ওই ঘটনা ঘটে। ওই কক্ষে ইংরেজী ২য় পত্রের পরীক্ষায় ৫৫ জন পরীক্ষার্থীর মাঝে ৫৫টি উত্তর পত্র বিতরণ করা হয়। কিন্তু পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকরা ৫৪টি উত্তরপত্র বুঝে পান। পরে পরীক্ষা-নিরীক্ষা করে ফাইজুল্যাহকে চিহ্নিত করা হয় এবং রাত ৯টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ওই উত্তরপত্রটি উদ্ধার ও তাকে বহিস্কার করা হয়।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘন্টা, ১৩ এপ্রিল, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।