ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেতনের ওপর করারোপের প্রতিবাদে এআইইউবি শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনের ওপর পাঁচ শতাংশ হারে কর আরোপের প্রতিবাদে রোববার রাজধানীতে বিক্ষোভ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর (এআইইউবি) শিক্ষার্থীরা। এসময় তারা সড়ক অবরোধও করে।



একটি সূত্র জানায়, বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বিুব্ধ শিক্ষার্থীরা ব্যানার নিয়ে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ অবরোধ করে বিক্ষোভ করে। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

গুলশান থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হাসান এ হাসান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।    

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মতিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ছাত্ররা বেতনের ওপর কর আরোপের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করলেও কোনো ভাংচুর কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশের সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।