ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইপিএল খেলোয়াড়দের দেশে ডেকেছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

কলম্বো: আগামী মাসে ইংল্যান্ড সফর উপলক্ষ্যে প্রস্তুতির জন্য আইপিএলে অংশ নেওয়ার জাতীয় দলের ক্রিকেটারদের দেশে ডেকে পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রীড়া কর্তৃপক্ষ।

ক্রীড়া মন্ত্রী মাহিন্দানন্দ আলথুগামেজ জানিয়েছেন তারা আইপিএল থেকে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন।

যদিও ক্রিকেটারদের জন্য আইপিএল খুবই লোভনীয়।

তিনি বলেন,“ভবিষ্যতে শ্রীলঙ্কা জাতীয় দলের খেলোয়াড়দের এমনভাবে বিদেশী টুর্নামেন্টগুলোতে খেলতে দেওয়া হবে যাতে করে সেটা জাতীয় দলের অনুশীলনে ব্যাঘাত না ঘটায়। ”

আইপিএলে খেলা লঙ্কান জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সদ্য অধিনায়কত্ব ছেড়ে দেওয়া কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনেসহ দলের মোট ১১জন সদস্য। যদিও এদের মধ্যে ইংল্যান্ড সফরে দলে জায়গা পেয়েছেন মাত্র পাঁচজন।

ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট ম্যাচের সিরিজে অংশ নেবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘন্টা, ১২ এপ্রিল, ২০১১



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।