ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

উত্তরায় দুটি কাঁকড়া প্রক্রিয়াকরণ কারখানায় আগুন, শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

ঢাকা: রাজধানীর উত্তরায় মঙ্গলবার রাতে দু’টি কাঁকড়া প্রক্রিয়াকরণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এসময় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের আঘাতে আহত অজ্ঞাত এক শিশু হাসপাতালে নেওয়ার পর মারা যায়।



পুলিশ এবং ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে অবস্থিত এসআর ট্রেডার্স, অর্কিড ট্রেডিং কর্পোরেশন নামে দু’টি কাঁকড়া প্রক্রিয়াকরণ কারখানায় আগুন লাগে ।

টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তুরাগ থানার ওসি আবু সালেহ বাংলানিউজকে জানান, অগ্নিকা-ের সময় একটি শিশু রাস্তায় দাঁড়িয়ে ছিল। এসময় হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে তার ওপর পড়ে। আহতাবস্থায় তাকে টঙ্গী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।