ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তাড়াইলে যৌন হয়রানির দায়ে দুই মাতালের কারাদন্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইলে যৌন হয়রানির অভিযোগে দুই মাতালকে ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তাড়াইল উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় এ দন্ড দেন।



হাসপাতালের এক নার্সের শ্লীলতাহানির চেষ্টার দায়ে তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের হাচু মিয়ার ছেলে ফুল মিয়াকে (৪৮) ৬ মাস ও একই এলাকার মনির মিয়ার ছেলে নূরুল আমিনকে (৪২) ৪ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, দন্ডপ্রাপ্তদের কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এ দুই যুবক সোমবার রাত সাড়ে ১০ টার দিকে মাতাল অবস্থায় তাড়াইল হাসপাতালে গিয়ে কর্তব্যরত এক স্টাফ নার্সের শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় তাদের বাধা দিতে গিয়ে লাঞ্ছিত হন হাসপাতালের কয়েকজন কর্মচারী।

এক পর্যায়ে কর্মকর্তা-কর্মচারিদের ধাওয়ার মুখে তারা হাসপাতাল ত্যাগ করে। এ রাতেই তাড়াইল থানায় অভিযোগ জানানো হয়।

পুলিশ মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করে। পরে সন্ধ্যা ৬টার ফুল মিয়া ও নূরুল আমিনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।