ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শালিখায় ১০০ টাকার জন্য প্রাণ দিতে হল দিনমজুর বাবুলকে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার নিত্যানন্দি গ্রামে সোমবার রাতে মাত্র ১শ’ টাকার জন্য পাওনাদারের পিটুনিতে বাবুল হোসেন বাবলু (৩০) নামে এক দিনমজুরকে জীবন দিতে হয়েছে।
 
শালিখা থানা এস আই আব্দুল করিম বাংলানিউজকে বলেন, ‘কিছুদিন আগে দিনমজুর বাবুল হোসেন এলাকার বাইরে থাকা অবস্থায় তার স্ত্রী হাজেরা প্রতিবেশী শরিফুলের স্ত্রী তসলিমা খাতুনের কাছ থেকে ১শ’ টাকা ধার করেন।



এই দেনার বিষয়টি নিয়ে সোমবার সন্ধ্যায় বাবলুর সঙ্গে শরিফুল ও তার স্ত্রীর বাকবিত হয়। একপর্যায়ে ওই দম্পতি বাবুলকে কিল-ঘুষি-লাথি মেরে মারাত্মক আহত করে।  

বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নেয় এবং স্থানীয়ভাবে চিকিৎস করায়। পরে রাত দেড়টার দিকে বাবুল মারা যান।

লাশ ময়না তদন্তের জন্যে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে হয়েছে। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা,  এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।