ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সায়েদাবাদ বাস টার্মিনালে দু’দল শ্রমিকে সংঘর্ষ, আহত- ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মঙ্গলবার দুপুরে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছে।

থানা সূত্রে জানা যায়, আহত তৈয়ব সায়েদাবাদ বাস টার্মিনালের একজন শ্রমিকনেতা।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) অবনি শঙ্কর কর বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে একটি বাসের ছাদ থেকে টায়ার নামানো হচ্ছিল। এক পর্যায়ে একটি টায়ার এক শ্রমিকের ওপরে পড়ে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় টার্মিনালের ভেতরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় শ্রমিকনেতা তৈয়ব আহত হন।

অবনি শঙ্কর কর আরও জানান, সংঘর্ষকে কেন্দ্র করে শ্রমিকরা টার্মিনালের ভেতরে এবং মূল সড়কে অবরোধের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টার্মিনালের ভেতর এবং বাইরের সড়কে থানার তিনটি টিমসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ