ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে স্কুল শিক্ষিকা মনি হত্যা মামলায় আসামি রফিকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
কিশোরগঞ্জে স্কুল শিক্ষিকা মনি হত্যা মামলায় আসামি রফিকের যাবজ্জীবন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে চাঞ্চল্যকর স্কুল শিক্ষিকা মনি হত্যা মামলার একমাত্র আসামি রফিককে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাবাস্সুম ইসলাম মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ রায় ঘোষণা করেন।

এসময় আসামি রফিক আদালতে উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত আসামি রফিক করিমগঞ্জ উপজেলার কলাতুলি গ্রামের শেখ তারু মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের তাহের উদ্দিনের মেয়ে স্থানীয় সহিলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এক পুত্র সন্তানের জননী আমেনা আক্তার মনিকে (২৮) প্রেমের প্রস্তাব দেয় রফিক (৩০)। এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে আমেনার প্রতি ক্ষিপ্ত হয় রফিক।

২০০৮ সালের ৯ এপ্রিল তাড়াইল থেকে কিশোরগঞ্জ পিটিআই সেন্টারে যাওয়ার পথে কিশোরগঞ্জ শহরের অদূরে কলাপাড়া এলাকায় আমেনার ওপর আসামি রফিক ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। উপুর্যপরি ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায়  কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপতালে নেওয়ার পর চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করে। এ সময় আমেনা ছয়মাসের গর্ভবতী ছিলেন।

ঘটনার পর রফিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে একই দিন কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০০৮ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

গ্রেপ্তার হওয়ার পর থেকে আসামি রফিক জেলহাজতে রয়েছে।

রাষ্ট্রপক্ষে পিপি শাহ আজিজুল হক ও আসামি পক্ষে অ্যাডভোকেট মনোয়ারা বেগম মামলা পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।