ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংবিধান সংশোধনে কমিশন গঠনের সম্ভাবনা নাকচ করলেন সুরঞ্জিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
সংবিধান সংশোধনে কমিশন গঠনের সম্ভাবনা নাকচ করলেন সুরঞ্জিত

ঢাকা: সংবিধান সংশোধনের জন্য আলাদা কমিশন গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই সময় মতো সাংবিধানিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান সংশোধন করা হবে।



মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি ।

সুরঞ্জিত বলেন, ‘সংবিধান সংশোধনের কাজ যতই এগিয়ে যাচ্ছে ততই বিষয়টি নিয়ে কেউ কেউ নানা রকম প্রশ্ন তুলছেন। এটি নিয়ে কমিশন গঠনের কথাও বলা হচ্ছে। ’

তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য কমিশন গঠনের বিষয়টি আমাদের সংবিধানে নেই। আজকে যারা কমিশন গঠনের কথা বলছেন তাদের কথায় সাংবিধানিক কোনও ভিত্তি নেই।

তিনি আর বলেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটি বাস্তবায়ন করার দায়িত্ব সংসদের। এই দায়িত্ব পালন থেকে আমরা একটুও পেছপা হবো না।

বিরোধী দলকে ইঙ্গিত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংবিধানেই বলা হয়েছে এটি কীভাবে সংশোধন করা হবে। সাংবিধানিক ও গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে তাদের এত আতঙ্ক কেন?’

চাপিয়ে দেওয়া সংবিধান জনগণ মেনে নেবে না মর্মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মুখে এ ধরনের বক্তব্য শোভা পায় না। সামরিক ফরমান জারির মাধ্যমে তারা সংবিধান ও স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করেছেন। একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ ও চর্তুদশ সংশোধনীর সময় তারা কাউকে ডেকেছে বলে তো শুনিনি। সুতরাং চাপিয়ে দেওয়ার বক্তব্য তাদের মুখে শোভা পায় না। ’

তিনি আরও বলেন, ‘বিশেষ কমিটি করা হয়েছে। বিএনপিকে সেখানে রাখা হয়েছে। আমরা অপেক্ষা করছি একজন না হয়, তাদের দুইজন আসুক। ’

গত সোমবার সংবিধান সংশোধন বিশেষ কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘সব বিষয়েই খোলামেলা আলোচনা হয়েছে। আলোচনায় কী সিদ্ধান্ত হয়েছে তা পরে সময় মতো জানানো হবে। ‘

বাংলদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad