ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘাড়ে ব্যথা পেয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

যশোর: পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান যশোর সার্কিট হাউজের বাথরুমে পড়ে গিয়ে ঘাড়ে ব্যথা পেয়েছেন।

মঙ্গলবার সকালে তিনি দুর্ঘটনার শিকার হন।

চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার বণিক জানান, পানিসম্পদ প্রতিমন্ত্রী সোমবার সন্ধ্যায় যশোরে আসেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি বাথরুমে পড়ে গিয়ে ঘাড়ে আঘাত পান। তাকে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের সিনিয়র অর্থোপেডিক কনসালট্যান্ট শামসুল আরেফিন আলহাজ মাহবুবুর রহমান প্রতিমন্ত্রীকে চিকিৎসা দেন।

চিকিৎসকের বরাত দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জানান,  প্রতিমন্ত্রীর ঘাড়ের এক্সরে করা হয়েছে। তবে এক্সরে প্রতিবেদনে বড় ধরনের কোন সমস্যা পাওয়া যায়নি। তবুও তাকে ঢাকায় ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সঞ্জয় কুমার বণিক আরও জানান, ডাক্তারের পরামর্শে সকালের ফ্লাইটে প্রতিমন্ত্রী ঢাকায় ফিরে গেছেন।
 
পানিসম্পদ প্রতিমন্ত্রী খুলনার কয়রাতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।