ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইনজীবীকে রিমান্ডের আবেদন: উত্তপ্ত ঢাকার সিএমএম আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

ঢাকা: আইনজীবীকে রিমান্ডে নেওয়ার আবেদন নিয়ে উত্তপ্ত হয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত।

মঙ্গলবার আদালতে ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আটক আইনজীবী নুরুল ইসলামকে
 দুটি মামলায় ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।



রিমান্ড আবেদনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক রকিবুল ইসলাম।

তবে আদালতে জিআরও খলিলুর রহমান মামলার নথি কাউকে দেখতে দিচ্ছেন না। তিনি নথি সিএমএমের কাছে আছে বলে জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে রিমান্ডের আবেদন চাওয়ার খবর ছড়িয়ে পড়লে সাধারণ আইনজীবীরা ক্ষেভে ফেটে পড়েন। সিএমএম একেএম এনামুল হকের অপসারণের দাবিতে আদালতে মিছিল করেন তারা।

এদিকে পরিস্থিতি মোকাবেলায় সভায় বসেছেন ঢাকা বারের নেতৃবৃন্দ।
 
সংশ্লিষ্ট আদালতের পেশকার নাজমা বেগম বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দ্রুত বিচার আইনের ৪(১) এর ৫ ধারায় ঢাকার বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম ও অ্যাডভোকেট নুরুল ইসলামের নামে ও জিআরও খলিলুর রহমান আদালত কক্ষে ভাংচুর, সরকারি সম্পত্তি বিনষ্ট ও আসামি ছিনতাইয়ের অভিযোগ দ-বিধি ১৪৩/৩৩২/৩৫৩/ ২৮০ ও ৪২৭ ধারায় উক্ত দুই আসামির অতিরিক্ত অ্যাডভোকেট মিনারা খাতুনের নামে পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলায় আরও ২৫/৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।