ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ডাকাতের গুলিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

গাজীপুর: সোমবার দিনগত রাতে ডাকাতের গুলিতে হারুন-উর-রশিদ ওরফে সাধন (৪০) নিহত হয়েছেন।

সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর  ইউপি সদস্য রশিদুল আলম সবুজের ছোট ভাই।

 

মোক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম তোরণ বাংলানিউজকে জানান, ১৮/২০জন ডাকাত সোমবার দিনগত রাত আড়াইটার দিকে সবুজ মেম্বারের বাড়িতে হানা দেয়।

মুখোশধারী ডাকাতরা সবুজ মেম্বরকে অস্ত্রের মুখে  জিম্মি করে  আলমারি খুলে নগদ ১ লাখ ২৭ হাজার টাকা ও ৮৯ ভরি স্বর্ণলঙ্কার লুট করে।
সবুজ মেম্বারের ছোটভাই সাধনের ঘর থেকে ৫ লাখ টাকা লুট করে নেওয়ার সময় সাধনের সঙ্গে ডাকাতদের ধ্বস্তাধ্বস্তি হয়।

এক পর্যায়ে এক ডাকাতের মুখোশ খুলে পড়লে সাধন তাকে চিনে ফেলে।

তখন ডাকাতরা সাধনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

মঙ্গলবার সকালে কালীগঞ্জ থানার ওসি কাজী দাউদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময় : ১৬১৭ ঘন্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।