ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে ডাকাতি : আহত ৪, আট লক্ষাধিক টাকার মালামাল লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

সাভার : এক পরিবহন ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

ডাকাতদের হামলায় পরিবারের ৪ জনই আহত হয়েছে ।



ডাকাতরা নগদ টাকা স্বর্ণালংকারসহ লুট করেছে আট লক্ষাধিক টাকার মালামাল।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে তিনটায় চান্দুলিয়ায় সুগন্ধ্যা হাউজিং এর শান্তি কুটিরে  ১৪/১৫ জনের সশস্ত্র ডাকাত বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে পরিবহন ব্যবসায়ী গিয়াস উদ্দিনের দোতলা বাসায় ঢোকে।

তারা গিয়াসউদ্দিনের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে এমদাদুল হক হিরো ও এসএসসি পরীক্ষার্থী সাদিয়া আক্তার পিংকীর  হাত-পা বেঁধে মারধর করে।

আলমারির চাবি না পেয়ে গৃহকর্তা গিয়াসউদ্দিন  ও তার স্ত্রী হালিমা বেগমকেও মারপিট করে।

পরে স্টিলের আলমারি ভেঙ্গে নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল সেট ও মূল্যবান কাপড়-চোপড়সহ আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

 গিয়াস উদ্দিন  কান্না জড়িত কণ্ঠে জানান,তার জীবনের সব সঞ্চয় তারা লুট করে নিয়ে গিয়েছে।

হালিমা বেগম জানান, ডাকাতরা সংখ্যায় ১৪/১৫ জন হলেও নিচে পাহারায় থেকে দোতলায় উঠেছিলো ৮/১০ জন।

তাদের প্রত্যেকের মুখোশপরা ছিলো।
তিনি জানান, ডাকাতরা পালিয়ে যাবার সময় তিনটি চাবি ও একজোড়া স্যান্ডেল ফেলে গেছে।

সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, থানায় মামলা হয়েছে।
জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তবে এখন পর্যন্ত  কেউ গ্রেপ্তার কিংবা লুণ্ঠিত কোন মালামাল উদ্ধার হয়নি ।

বাংলাদেশ সময় : ১৪৫৭ ঘন্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।