ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশের হামলায় ঢাবির ১২ শিক্ষার্থী আহত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
পুলিশের হামলায় ঢাবির ১২ শিক্ষার্থী আহত

ঢাকা : ট্রাফিক সিগনাল অতিক্রম করাকে কেন্দ্র করে পুলিশের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে ধানমন্ডর রাসেল স্কয়ারে এ ঘটনা ঘটে।

   

গুরুতর আহত ৪ জন হলেন- আজম (ইতিহাস, মাস্টার্স), মানিক (দর্শন, তৃতীয় বর্ষ), চিশতি (বিশ্বধর্মতত্ত্ব, ২য় বর্ষ) ও দীপ (গণিত, মাস্টার্স)।

ঘটনায় আহত ঢাবির ছাত্র রওনক জানান, সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চৈতালী বাস রাসেল স্কয়ারের ট্রাফিক সিগনাল অতিক্রম করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় আমরা পুলিশকে জানাই, আমাদের পরীক্ষা আছে তাড়াতাড়ি ছেড়ে দিন। তখন পুলিশ বিনা কারণে এক ছাত্রের মাথায় আঘাত করে। এ সময় ছাত্ররা বাস থেকে নেমে পুলিশকে কারণ জিজ্ঞেস করলে সেখানে অবস্থানরত ট্রাফিক সার্জেন্ট এবং সাদা পোশাকের অন্য পুলিশরা একযোগে এসে ছাত্রদের ওপর আক্রমন চালায়। এতে ১২ ছাত্র আহত হন।

রওনক যখন বাংলানিউজকে এসব কথা বলছিলেন, তখন সহপাঠীর রক্তে তার সাদা শার্ট রাঙা ছিল।

ঢাবির প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, ‘রাসেল স্কয়ারে পুলিশের হামলায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে। গুরুতর ৪ জনকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেওয়ার পর বিশ্বাবিদ্যালয় মেডেক্যালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া  হবে। ’

ঢাবির সাধারণ শিক্ষার্থীরা পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বেলা আড়াইটায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে।

বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।