ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ : আহত ৩০

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ : আহত ৩০

খুলনা : খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে চার জন ঘটনাস্থলে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ২ জন মারা যান।
 
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল বাংলানিউজকে জানান, দৌলতপুর-শাহপুর সড়কের শলুয়া নামক স্থানে নগর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১ শিশু, এক নারী ও এক পুরুষ ঘটনাস্থলে মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

ঘটনাস্থলে নিহতরা হচ্ছেন বাস চালক বাবু ( ৪৫), শিশু কৌশিক (৪), তার মা ময়না মন্ডল (২৬) ও মর্জিনা বেগম( ৪২)।

আহতদের স্থানীয় অধিবাসীরা চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে মারা যান বিধান ঢালী (৪০) নামে এক ব্যক্তি। তার বাড়ি ডুমুরিয়ার রামকৃষ্ণপুর গ্রামে।

ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস (রাজশাহী ব-৪৪৫৬) উদ্ধারের চেষ্টা চলছে।
 
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডাঃ ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

বাংলাদেশ সময় : ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।