ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে নকল ওষুধ কারখানার মালিককে এক বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ৬, ২০১১

কিশোরগঞ্জ: পোল্ট্রি খামারের নকল ওষুধ ও কেমিক্যাল কারখানার মালিক মানিক রায়কে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাসুদ শুক্রবার দুপুরে এ রায় দেন।

এ ছাড়া ওই কারখানা থেকে জব্দ করা প্রায় ৫ লাখ টাকার মালামাল বিনষ্ট করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, থানার অদূরে খরমপট্টি এলাকায় একটি বাড়িতে অবৈধভাবে  দীর্ঘদিন ধরে পোল্ট্রি খামারের নকল কেমিক্যাল, গ্লুকোজ, পটাশিয়াম, মিনারেল, ব্লিচিং পাউডার, ভিটামিনসহ বিভিন্ন ওষুধ তৈরি করা হচ্ছিল।

সেখান থেকে একটি ভ্যানে করে এসব মালামাল বাজারে বিক্রির জন্য নেওয়ার সময় এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পুলিশ ওই কারখানা থেকে বিপুল পরিমান মালামালসহ বাড়ির মালিক মানিক রায়কে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতে তাকে এ সাজা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘন্টা, মে ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।