ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

এ যেন অন্য মানুষ

অবশেষে ভুল স্বীকার এসইসি চেয়ারম্যানের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ২, ২০১১
অবশেষে ভুল স্বীকার এসইসি চেয়ারম্যানের

ঢাকা: পুঁজিবাজার কারসাজির ঘটনায় অবশেষে ভুল স্বীকার করলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার।

তিনি বললেন, ‘পুঁজিবাজারে বির্পযয়ের সময় এসইসির কিছু সিদ্ধান্ত ভুল ছিলো।



তবে এসব ভুল ইচ্ছাকৃত নয় বলেও নিজের পক্ষে সাফাই গান জিয়াউল হক খন্দকার। ব্যক্ত করেন এসইসি চেয়ারম্যান হিসেবে আরো কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছাও।

এসইসিতে সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত মতবিনিময় করছিলেন জিয়াউল হক খন্দকার।

এসময় যেন অন্য এক চেয়ারম্যানকে দেখা যায় এসইসিতে। গত দু’বছরে যিনি সংবাদ কর্মীদের এড়িয়ে চলতেন, তাকে যেন ভিন্ন রূপে পাওয়া যায় সোমবার। সকলের সঙ্গে কথা বললেন তিনি। ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে সবার কথা শুনলেনও।

এ সময় জিয়াউল হক খন্দকার বলেন, ‘পুঁজিবাজার একটি বিশাল সেক্টর। এ বাজারকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার  জন্য অনেক জনবল প্রয়োজন, যা এখানে নেই। ’

তিনি বলেন, ‘পুঁজিবাজার একটি জটিল জায়গা। তাই বাজার নিয়ন্ত্রণ করতে যা যা করা প্রয়োজন, আমার অবস্থান থেকে সাধ্যমতো চেষ্টা করেছি। বাদবাকি সরকারের ইচ্ছা। যদি আমাকে এ পদে  যোগ্য মনে করে তাহলে আমি কাজ করে যাব। ’

গত দু’বছরে ৪০ জন লোক নিয়ে এসইসি যেভাবে কাজ এগিয়ে নিয়ে গেছে তাতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

নতুন চেয়ারম্যানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো আমি চেয়ারম্যান আছি। সরকারিভাবে কোনও নির্দেশনা না আসা পর্যন্ত আমি চেয়ারম্যান পদে বহাল আছি। ’

এ সময় এসইসির চেয়ারম্যন পদ থেকে পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘সরকার যে সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেবো। তবে আজ (সোমবার) পর্যন্ত কোন চিঠি আমাদের কাছে আসেনি। ’

তদন্ত রিপোর্ট সর্ম্পকে জানতে চাইলে ‘এ বিষয়ে এখন আমার কথা বলা ঠিক হবে না’ বলে এড়িয়ে যান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা,  মে ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।