ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মে ২, ২০১১
সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সোমবার বিকেলে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ তিনরাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সাড়ে চারটায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি স্টেডিয়াম থেকে বের হয়ে স্থানীয় ট্রাফিক পয়েন্টে পৌঁছালে অপর পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে।

সদর থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, পরিস্থিতি এখন শান্ত।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।