ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

অস্ত্র ছিনতাই: সিলেটে তিন পুলিশ বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

সিলেট: পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সিলেট কোতোয়ালী থানা পুলিশের তিন সদস্যকে সমায়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে গঠিত  তদন্ত কমিটির প্রতিবেদনে তাদের বিরুদ্ধে কর্তব্য পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।



সিলেট মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃতরা হলেন  সহকারী উপ-পরিদর্শক  আল মামুন, কনস্টেবল মোকসেদ ও নয়ন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২ দিকে লাক্কাতুরা চা বাগান এলাকায় পুলিশের তিন সদস্যকে মারধর করে ওয়ারলেস সেট ও পিস্তল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পরে পুলিশ ওয়ারলেস সেট উদ্ধার করতে পারলেও পিস্তল উদ্ধার করতে পারেনি।

এ ঘটনার পর লাক্কাতুরা চা বাগান এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।