ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে শিলাবৃষ্টিতে ৫ গ্রামে ফসলের ব্যাপক ক্ষতি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুড়া ইউনিয়নের ৫টি গ্রামে শিলাবৃষ্টিতে বোরো ধান ও  আমের ব্যাপক ক্ষতি হয়েছে।

রামনন্দ খাজুরা ইউপি পরিষদের চেয়ারম্যান আফসারুজ্জামান বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যা ৬টার পর ভগাবসন্তপুর, বিনগ্রাম, কৈগ্রাম, মৌগ্রাম ও চওড়া গ্রামের ওপর দিয়ে প্রায় ২০ মিনিট শিলাবৃষ্টি বয়ে যায়।

এতে বোরো ধান ও আমের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ জানতে গ্রামগুলো থেকে তথ্য নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, শিলাবৃষ্টির খবর তিনি পাননি। এ ব্যাপারে খোঁজখবর নেবেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।