ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে স্কুলছাত্রী গণধর্ষণ ও হত্যা মামলায় ৩ আসামি রিমান্ডে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

রাজশাহী: রাজশাহীর চারঘাটের শিমুলিয়ায় দশম শ্রেণীর ছাত্রী জুলিয়া গণধর্ষণ ও হত্যা মামলায় কথিত প্রেমিকসহ তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার বিকেলে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।



শুনানি শেষে আদালতের বিচারক মমিনুন নেসা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- শিমুলিয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, জুলিয়ার কথিত প্রেমিক রুবেল হোসেন ও তার বন্ধু রিংকু।

ঘটনার দিন সন্দেহজনকভাবে রুবেল ও রিংকুকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন রাতেই তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামসুল হক বাংলানিউজকে জানান, জুলিয়া ধর্ষণ ও হত্যাকা-ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালতে রিমান্ড মঞ্জুরের পর সন্ধ্যায় তাদের থানায় আনা হয়েছে।

ওসি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে আরো তথ্য বেরিয়ে আসবে। ’

প্রসঙ্গত, চারঘাটের শিমুলিয়া গ্রামের দিনমজুর রুস্তম আলীর কন্যা ও শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জুলিয়াকে গত শুক্রবার রাতে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।