ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

গোয়ালন্দ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

গোয়ালন্দ (রাজবাড়ী) : কালবৈশাখী ঝড়ে সোমবার সন্ধ্যা ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।   এতে উভয় পাড়ে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।



বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক খন্দকার মো. তানভীর হোসেন বাংলানিউজকে জানান, কালবৈশাখী ঝড়ের কারণে কর্তৃপক্ষের নির্দেশে মাস্টাররা সন্ধ্যা ৬টা থেকে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে।

দৌলতদিয়া ঘাটে রো রো ফেরি আমানত শাহ, শাহ পরাণ, পাটুরিয়া ঘাটে শাহ আলী, কেটাইপ ফেরি কুমারী, খানজাহান আলী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, মতিউর রহমান যানবাহন বোঝাই করে নোঙর করে আছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের দেড়শতাধিক যানবাহন অপেক্ষা আটকা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।