ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

দিনাজপুর: দিনাজপুরে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার বিকেল ৪টায় দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমএ নুর এ রায় দেন।



মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৫ জুন বিকেল ৬টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খোচনা বাহার গ্রামের আব্দুর রশিদের ১০ বছর বয়সের শিশুকন্যাকে একই গ্রামের জবেদ আলীর ছেলে সাহাদাত আলী (৩০) ফুসলিয়ে পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ সময় শিশুটির চিৎকারে লোকজন ঘটনাস্থলে হাজির হলে সাহাদাত পালিয়ে যায়।

এলাকাবাসী ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় শিশুর পিতা আব্দুর রশিদ বাদী হয়ে সাহাদাত আলীকে আসামি করে চিরিরবন্দর থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
 
বাদী পক্ষে বিশেষ পিপি মো. দেলোয়ার হোসেন ও আসামি পক্ষে অ্যাডভোকেট রুহিনী কান্ত রায় মামলা পরিচালনা করেন।

রায় ঘোষণার পর আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।