ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বিডিআর বিদ্রোহের রায় মঙ্গলবার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে অভিযুক্ত ২১ জওয়ানের রায় ঘোষণা হবে মঙ্গলবার।

রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খানের সভাপতিত্বে পরিচালিত বিশেষ আদালত-১২ এ রায় ঘোষণা করবেন।



আদালতের অপর ২ সদস্য হলেন লে. কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
    
গত ২২ মার্চ চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ও প্রসিকিউটর লে. কর্নেল আবু বকর আবু আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আসামিরা আদালতে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

বাদী-বিবাদীর বক্তব্য শোনার পর ১২ এপ্রিল রায়ের দিন ধার্য করে ২১ আসামিকে ওই দিন আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়।

লে. কর্নেল আবু বকর আবু অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তরা ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ব্যাটালিয়নে বিদ্রোহ করেন। তারা  ব্যাটালিয়নের অস্ত্রাগার ভেঙ্গে অস্ত্র লুট করেন এবং ফাঁকা গুলি ছুঁড়ে জনসাধারণের মাঝে ভীতির সঞ্চার করেন। তারা পিলখানায় সংঘঠিত বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

২১ জওয়ানের মধ্যে ৬ জন অভিযুক্ত আদালতে তাদের দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা প্রার্থনা করেন। বাকীরা নিজেদের নির্দোষ দাবী করেন।
 
অভিযুক্তরা হলেন- সুবেদার মো. মোস্তফা মিয়া, হাবিলদার বেনুয়ার রহমান, হাবিলদার রুহুল আমিন, নায়েক এস্কান্দার আলী, নায়েক রহমত আলী, ল্যান্স নায়েক শফিকুর রহমান, ল্যান্স নায়েক মো. তাউস মিয়া, সিপাহী মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুল ওয়াজেদ প্রামাণিক, আব্দুর রহিম, চালক আব্দুল মান্নান, সিপাহী সৈয়দ মনিরুল ইসলাম, মো. আবুল বাশার, রনি আহমেদ, জাহিদুল ইসলাম. নজরুল ইসলাম, জামাল মিয়া, পঞ্চানন দাস, মোশফেকুর রহমান ও মুহাম্মদ রুহুল আমিন শিকদার।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।