ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রেণীকক্ষ ও পরীক্ষার হলে আর মোবাইল ফোন নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১
শ্রেণীকক্ষ ও পরীক্ষার হলে আর মোবাইল ফোন নয়

ঢাকা: শ্রেণীকক্ষ ও পরীক্ষার হলে শিক্ষকরা আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়েছে।



পরিপত্রে বলা হয়েছে, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোনও কোনও শিক্ষক শ্রেণীকক্ষ ও পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটছে। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা যাতে এ আদেশ যথাযথভাবে পালন করেন সেজন্য স্ব স্ব প্রতিষ্ঠান কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়েছে পরিপত্রে।

প্রসঙ্গত, গত বছরের ২৬ সেপ্টেম্বর ‘চাইল্ড পার্লামেন্টে’র ৭ম অধিবেশনে বিষয়টি জোরালোভাবে উত্থাপিত হওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার আহ্বান জানিয়েছিলেন। এরপরও বিভিন্ন পর্যায় থেকে এ বিষয়ে অভিযোগ আসতে থাকায় সরকার এ পরিপত্র জারি করেছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad