ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে গার্মেন্টসের প্রহরী জবাই, গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর পুলিশ লাইন এলাকায় রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠান মাদার কালার থ্রেড এর নিরাপত্তা প্রহরী আবদুল মালেককে (৪৫) জবাই করা হয়েছে।

এ ঘটনায় ওই গার্মেন্টসেরই মিজান নামের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।



সোমবার বেলা সাড়ে ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশের ধারণা, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত কোন এক সময়ে এ হত্যাকা-ের ঘটনা ঘটে থাকতে পারে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার বাংলানিউজকে জানান, মাদার কালার থ্রেড প্রতিষ্ঠানে দুই বছর ধরে নিরাপত্তা প্রহরীর কাজ করে আসছেন আবদুল মালেক। তার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।

নিহত আবদুল মালেক বরিশাল জেলার বাবুগঞ্জ এলাকার মৃত কদম আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।