ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইনজীবী আসামিকে জামিন না দেওয়ায় আদালতে ভাঙচুর

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১

ঢাকা: প্রতারণা মামলায় আইনজীবী আসামিকে জামিন না দেওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ভাঙচুর চালিয়েছেন একদল আইনজীবী।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে।



অভিযুক্ত আইনজীবী নুরুল হক মহানগর হাকিম এমএ সালামের আদালতে আতœসমর্পণ করে জামিন চান।

কিন্তু বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে উপস্থিত আইনজীবীরা প্রতিবাদ করেন। তারা বিচারককে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানান। কিন্তু বিচারক তার সিদ্ধান্তে অটল থাকলে আইনজীবীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

এসময় বিচারক এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান।

এরপর আইনজীবীরা এজলাস কক্ষ ভাঙচুর ও নথীপত্র ছুঁড়ে মারেন। এসময় আইনজীবীরা অভিযুক্ত আসামিকে এজলাস থেকে নিয়ে আসেন।

বিষয়টি নিয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা ও সিনিয়র আইনজীবীরা দ্রুত আলোচনায় বসেন। পরে তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক ও মহানগর দায়রা জজ জহুরুল হকের সাথে দেখা করে বিষয়টি সমাধান করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।