ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মতিঝিলে মোবাইলের জন্য মামাতো ভাইয়ের হাতে খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১

ঢাকা: একটি মোবাইল ফোনসেট আর মাত্র কয়েক হাজার টাকার জন্য রাজধানীর মতিঝিলে মামাতো ভাইয়ের হাতে জীবন দিল ইব্রাহিম (৪০) নামের এক ভ্যানচালক।

রোববার বিকেল তিনটার দিকে মতিঝিলের ৩৫২, গুলবাগে এ ঘটনা ঘটে।

ঘাতক বাবুল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, ঘাতক বাবুল শনিবার রাতযাপন করে ইব্রাহিমের বাসায়। সকালে তার মোবাইল ফোনসেট ও ৩/৪ হাজার টাকা না পেয়ে ইব্রাহিমকে সন্দেহ করে। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

ওসি আরো জানান, বিকেলে বাবুল তার জিনিসপত্রের জন্য ইব্রাহিমকে চাপ দিলে আবার দুই জনের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে বাবুল ধারালো ছুরি দিয়ে ইব্রাহিমের বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত ইব্রাহিম শরিয়তপুর জেলার বেদেরগঞ্জের করম আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।