ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতে পাচারকালে বেনাপোল ইমিগ্রেশনে ৩ নারী আটক

বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১

বেনাপোল: ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের সময় বৃহস্পতিবার সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৩ নারীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

আটককৃতরা হলো ঢাকার মোহাম্মদপুরের মাহতাবের স্ত্রী মাহামুদা খাতুন (৩৫) ও তার বোন চামেলী (১৮) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার আনোয়ার আলীর কন্যা সাথী আক্তার (১৪)।



বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম জানান, সকাল ১০টার দিকে আটককৃতদের পাসপোর্টে একজিট সিল মারার সময় কর্তব্যরত কর্মকর্তার সন্দেহ হয়।

তিনি বিষয়টি ওসিকে জানান।

পাসপোর্টসহ ওসির কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, ভালো কাজের কথা বলে তাদের ভারতে নিয়ে যাওয়া যাচ্ছিল।

এ সময় পাচারকারীচক্রের সদস্য বাবু নামের একজন ভারতীয় নাগরিক অবস্থা বেগতিক দেখে  ভারতের পেট্রাপোল চেকপোস্টে ঢুকে পড়ে।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে মামলা হয়েছে থানায়।

আটক মাহামুদা খাতুন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে পাচারকারীরা তাদের পাসপোর্ট তৈরি করে দেয়।

ভারতে যাওয়ার ভিসাও এনে দেয় তারা।  

বাংলাদেশ সময় : ১৭৪৫ ঘন্টা, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ