ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ট্রাক উল্টে নিহত ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১

বগুড়া: বগুড়ার কাহালু থানার বিবির পুকুর এলাকায় বৃহস্পতিবার সকালে মালবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলে ২ ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতরা হলেন গাইবান্ধা জেলার জেলেঙ্গী গ্রামের আজাহার আলীর ছেলে হাফিজার রহমান (৩৫) এবং একই জেলার ডাকের পাড়া গ্রামের আব্দুল মজিদ এর ছেলে রাখু মিয়া (১৮)।



বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থেকে ছেড়ে আসার পথে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ ঘটনা ঘটে।

কাহালু থানার পরিদর্শক (প্রশাসন ও অপারেশন্স) মো. জহুরুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করেন।  

কাহালু থানার উপ পরিদর্শক মো. খলিল বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মালবাহী একটি ট্রাক বগুড়ার কাহালু উপজেলার বিবির পুকুর দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাকে থাকা হাফিজার রহমান ও রাখু মিয়া নিহত হন।

পরে খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

তিনি জানান, মালবাহী ট্রাকটি পলাশবাড়ী থেকে সরিষার খৈল ও পানবরজে ব্যবহৃত বাঁশের কাঠি নিয়ে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি কাহালু থানায় আটক দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।