ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

জেলা প্রতনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১

কুষ্টিয়া: স্ত্রী হত্যার দায়ে মানিক মোল্লা (২৪) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন কুষ্টিয়া আদালত। তিনি কুমারখালি উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের সোনা মোল্লার ছেলে।



কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আকবর হোসেন মৃধা বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মানিক মোল্লা তার স্ত্রী রাশিদা খাতুনকে (১৮) নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করেন। বিষয়টি জানাজানি হলে রাশিদার পিতা আহমেদ শেখ বাদী হয়ে ওই দিনই কুমারখালি থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে স্থানান্তরিত হয়। মামলায় সাক্ষ্যপ্রমাণসাপেক্ষে অপরাধ প্রমাণিত হওয়ায় মানিক মোল্লাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়।

অপরাধ প্রমাণিত না হওয়ায় বাকি দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।