ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

১৯ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে ইসি: সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১

ঢাকা: ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১৯ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে কমিশন।

বৃহস্পতিবার  নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।



তিনি বলেছেন, প্রথম দফা ইউপি নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন সন্তুষ্ট। তবে এবার ইউনিয়ন পরিষদের সংখ্যা বেশি হওয়ায় ঝামেলাও বেশি।

তিনি বলেন, অবশিষ্ট চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে তিন ধাপে। একসঙ্গে দু’টি বিভাগে নির্বাচনের আয়োজন করবে কমিশন। তবে ঢাকা বিভাগে ইউনিয়নের সংখ্যা বেশি হওয়ায় এটা আলাদাভাবে আয়োজন করতে চায় কমিশন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাকি ইউপিগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

কমিশন আগেই ঘোষণা করেছে, মে-জুন মাসে পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় দেশের উপকূলীয় জেলাগুলোর ৫৫৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রথম দফায় ৫৯৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও বিভিন্ন কারণে ৪১টি ইউপির নির্বাচন স্থগিত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা,৭ এপ্রিল ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।