ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জাবিতে নতুন বিভাগ খোলার হিড়িক মেঝেতে বসে ক্লাশ করছেন শিক্ষার্থীরা

ওয়ালিউল্লাহ, জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১
জাবিতে নতুন বিভাগ খোলার হিড়িক মেঝেতে বসে ক্লাশ করছেন শিক্ষার্থীরা

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পর্যাপ্ত আসবাবপত্রের অভাবে শ্রেণীকক্ষের মেঝেতে বসে ক্লাশ করছেন শিক্ষার্থীরা। এতে চরম সমস্যার মুখে পড়েছে তাদের শিক্ষা কার্যক্রম।



অন্যদিকে চলমান এই সমস্যার মধ্যেও নতুন আরও দুটি অনুষদ ও চারটি বিভাগ চালু করা হচ্ছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ, মাকের্টিং বিভাগ ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে ১ম বর্ষের শিক্ষার্থীরা প্রতিদিনই শ্রেণীকক্ষের মেঝেতে বসে ক্লাশ করছেন।

সরজমিনে দেখা গেছে, মাকের্টিং বিভাগ ১ম বর্ষের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের মেঝেতে বসে ক্লাশ করছেন। ক্লাশ নিচ্ছেন মাকের্টিং বিভাগের লেকচারার বারতা চক্রবর্তী।

নাম প্রকাশে অনিচ্ছুক মাকের্টিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘চল্লিশ মিনিট একনাগারে এভাবে মাটিতে বসে ক্লাশ করা অনেক কষ্টকর। আর এভাবে ক্লাশ করে কোনো কিছু লেখাও যায় না, মনোযোগও থাকে না। শুধু মনে হয় কখন ক্লাশ শেষ হবে। ’

মেঝেতে ক্লাশ করার বিষয়টি অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘ক্লাশরুমের মেঝেতে বসে শিক্ষার্থীরা ক্লাশ করছেন এ কথার সঙ্গে আমি একমত হতে পারলাম না। আর এগুলো কোনো নিউজের আইটেম হলো না। ’

তবে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, মাকের্টিং বিভাগের সভাপতি ও সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল বায়েস বলেন, ‘শ্রেণীকক্ষে আসবাবপত্র না থাকায় শিক্ষার্থীদের বলা আছে তারা ইচ্ছা করলে সমাজবিজ্ঞান অনুষদের ক্লাশরুমে গিয়ে ক্লাশ করতে পারে। মাল্টিমিডিয়া প্রজেক্টর ও বোর্ড আনা নেওয়ার জন্য তারা সমাজবিজ্ঞান অনুষদের ক্লাশরুমে গিয়ে ক্লাশ করতে চায় না। ’

তিনি আরও বলেন, ‘আসবাবপত্র বানানোর কাজ শেষ পর্যায়ে। খুব শিগগিরই আমরা শ্রেণীকক্ষে আসবাবপত্র দিয়ে শিক্ষার্থীদের ক্লাশ নিতে পারব। ’

বাংলাদেশ সময় : ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।