ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে বার্ড ফ্লু: দুই হাজার মুরগি নিধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১

কিশোরগঞ্জ: জেলার ভৈরব উপজেলায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড-ফ্লু) রোগে আক্রান্ত ১ হাজার ৯৮৫টি মুরগি নিধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভৈরব সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বুশরা পোল্ট্রি ফার্মে এ মুরগি নিধন করা হয়।



জেলা প্রাণিসম্পদ অফিসের ডা. বাহাদুর আলী জানান, হেলাল উদ্দিনের খামারে অজ্ঞাত রোগে মুরগি মারা যাওয়ার খবর পাওয়া যায়।

গত ৫ এপ্রিল জেলা প্রাণিসম্পদ হাসপাতালে মরা মুরগির নমুনা টেস্ট করে বার্ড ফ্লু’র ভাইরাস পাওয়া যায়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএসএম নওশাদ হোসেন জানান, বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় গবেষণাগার থেকে ফ্যাক্স পাওয়ার পরপরই প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মুরগি  নিধন করা হয়।

বুশরা পোল্ট্রি খামারের মালিক হেলাল উদ্দিন জানান, তার খামারে ৩ হাজার ৭০০টি লেয়ার (প্যারেন্টন্স) মুরগি ছিল।

সব মিলিয়ে তার ১৫/১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি বুশরা খামারের অপর একটি শেডের প্রায় সাড়ে ৫ হাজার লেয়ার মুরগি নিধন করা হয়েছিল।

বাংলাদেশ সময় : ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।