ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এর সভাপতি তোফাজ্জল, সম্পাদক শামীম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এর সভাপতি তোফাজ্জল, সম্পাদক শামীম

বগুড়া: বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের ২০১৫ সালের সভাপতি হিসেবে দৈনিক বগুড়ার সাংবাদিক তোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে শামীম আলম পুনরায় নির্বাচিত হয়েছেন।  

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বগুড়া প্রেসক্লাবে সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে তারা নির্বাচিত হন।



সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি ২০১৫ চেয়ারম্যান মোস্তফা মোঘল স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সানাউল হক শুভ, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিদ্যুৎ, কোষাধ্যক্ষ এইচ আলিম, নির্বাহী সদস্য রাহাত রিটু, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল ও আমিনুল ইসলাম মুক্তা।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা মোঘল, জহুরুল ইসলাম ও এইচ আলিম।

বাংলাদেশ সময় : ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।