ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গাংনীতে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, ডিসেম্বর ৩১, ২০১৪
গাংনীতে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে মুক্তি ক্লিনিকের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়।



মুক্তি ক্লিনিকের স্বত্ত্বাধিকারী তামজিদুর রহমান মুক্তির সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জুলফিকার আলী কানন।

বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক ফারুক আহমেদ, সাহারবাটি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফুর, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান কাকন, অতুল বিশ্বাস, ওমর আলী, দানেছুর রহমান প্রমুখ।

মুক্তি ক্লিনিকের স্বত্ত্বাধিকারী তামজিদুর রহমান মুক্তি জানান, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিনের পৃষ্ঠপোষকতায় সাহারবাটি গ্রামের ৫০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।