ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় জিএমকে পেটালেন শ্রমিকরা

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, ডিসেম্বর ৩১, ২০১৪
আশুলিয়ায় জিএমকে পেটালেন শ্রমিকরা

আশুলিয়া (ঢাকা): তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তাকে পিটিয়েছে শ্রমিকরা। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অ্যালায়েন্স নিট গার্মেন্টসে এ ঘটনা ঘটে।



ক্ষুব্ধ শ্রমিকরা জানান, অ্যালায়েন্স নিট গার্মেন্টসের জিএম মো. জাহাঙ্গীর হোসেন কারখানায় কোনো কারণ ছাড়াই গালি-গালাজ করেন।

বুধবারও বিকেলে কারখানার ৩ তলায় সোয়িং ফ্লোরে শ্রমিকদের গালিগালাজ শুরু করেন। এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা জেনারেল ম্যানেজার (জিএম-প্রোডাকশন) জাহাঙ্গীরকে  মারধর শুরু করেন।

খবর পেয়ে মালিক পক্ষের লোকজন জাহাঙ্গীরকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জিএম জাহাঙ্গীর মিয়া এই সংবাদদাতাকে বলেন, শ্রমিকরা আমাকে অন্যায়ভাবে মারধর করেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।